Print Date & Time : 14 March 2025 Friday 6:35 pm

কুষ্টিয়ায় ট্রাকচাপায় নারী নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় জেসমিন (৩০) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

শনিবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১২টার সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর তালতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত জেসমিন মিরপুর পৌরসভার তালতলার ফজলু মন্ডলের মেয়ে ও গাংনীর কুয়াতলা এলাকার লিপুর স্ত্রী।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুপুরে জেসমিন নামের এক নারী ভ্যান যোগে বাড়ি থেকে মিরপুর বাসস্ট্যান্ডে যাচ্ছিলো।

এমন সময় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ঐ নারীরর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানের তিনজন আহত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১২ আগস্ট ২০২৩