নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়া শহরতলীর লাহিনী বটতলা এলাকায় ট্রাকচাপায় ব্যাটারি চালিত এক রিক্সাচালক নিহত হয়েছেন। এঘটনায় কিছু দূরে ট্রাক আটকে স্থানীয় জনতা একজনকে গণপিটুনি দিয়েছে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনী বটতলা মোড় এলাকায় রাস্তার ওপরেই রিক্সাচালক রিক্সার ওপরে বসে ছিলেন। এমন সময় কুষ্টিয়া শহরের দিক থেকে একটি ট্রাক (কুষ্টিয়া-ট ১১-১৪৯৫) মোড় ঘুরতে গিয়ে রিক্সাটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় ধারী রিক্সা চালক (৪০) মারা যান। দুর্ঘটনার বিপদ বুঝতে পেয়ে সড়কের ডানপাশ দিয়ে চালিয়ে দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করে ঘাতক ট্রাকচালক। এ সময় কিছু দূরে মতিমিয়ার রেলগেটের কাছে ট্রাক আটকে ট্রাকের মালের মালিক জীবন হোসেনকে গণধোলাই দেয় স্থানীয় জনতা। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রিক্সাচালকের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
Discussion about this post