হুমায়ুন কবির হিমু, মিরপুর (কুষ্টিয়া) :কুষ্টিয়ার মিরপুরে রেল লাইনে খেলা করার সময় আয়েশা নামের দেড় বছরের এক শিশুর ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের গেটপাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু আয়েশা উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট গ্রামের আকাশের মেয়ে। সে তার মায়ের সাথে ওই গ্রামে নানা আব্দুর রশিদের বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয়রা জানায়, সকালে আয়েশা রেল লাইনের উপরে বসে খেলা করছিলো। এমন সময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
পোড়াদহ জিআরপি থানার ওসি মনজের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হবে।
দৈনিক দেশতথ্য//এল//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post