নিজস্ব প্রতিবেদক : “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানকে ধারণ করে কুষ্টিয়ায় নানা আয়োজনের মধ্যে জাতীয় যুব দিবস পালন করেছে ডিষ্ট্রিক্ট পলিসি ফোরাম ডিপিএফ কুষ্টিয়া শাখা। সোমবার বিকেল ৩টায় দিশা টাওয়ারের হলরুমে ডিপিএফ কুষ্টিয়ার সভাপতি মাহবুবা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃনাল কান্তি দে, যুব উন্নয়ন অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক রিয়াজুল আলম খান, মোহাম্মদ শরিফুল মান্নাফ কবীর, কুষ্টিয়া প্রেসক্লাসের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু প্রমুখ। ডিপিএফ’র এই আলোচনা সভাটি দিশা টাওয়ারে অনুষ্ঠিত সরাসরি সম্মেলন কক্ষে অংশ গ্রহনকারী যুব সমাজের প্রতিনিধিত্বশীল তরুণ তরুণীসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধির বাইরেও অন লাইন ভিত্তিক জুম মিটিংয়েও অংশ গ্রহন করেন ডিপিএফ কুষ্টিয়ার সদস্যবৃন্দ। সমগ্র আলোচনা সভাটিতে সঞ্চালনা করেন ডিপিএফ কুষ্টিয়ার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। এসময় সেখানে উপস্থিত ছিলেন ডিপিএফ কুষ্টিয়ার ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর রেজবিউল কবীর এবং আঞ্চলিক সমন্বয়ক মীর মোস্তাক আহমেদ ও ডিপিএফ কুষ্টিয়ার সহ-সভাপতি হাসান আলী।
আলোচনায় অংশ গ্রহণকারী বক্তারা দিবসটির গুরুত্ব ও তাৎপর্যসহ দেশ ও সমাজের বাস্তবতায় যুব সমাজের চিত্র তুলে ধরেন। সেখানে নানা মুখী সমস্যা ও সম্ভাবনা দিক তুলে ধরে নাগরিক জীবনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে যুব সমাজের প্রতি দায় নিয়ে আজকের যুব সমাজ যেন সত্যিকার অর্থেই আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেই আহ্বান জানান।

Discussion about this post