নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়া শহরতলীর জগতি মিনাপাড়া এলাকায় সাজ্জাদ হোসেন সাগর (৩০)নামে এক ডিস ব্যবসায়ীর প্রতিনিধিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে একই এলাকার খাদিমুল ও তার ভাতিজা সমিলসহ কয়েকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে এঘটনা ঘটে। এদিকে ডিস বিল আদায়কারীকে মারধরের ঘটনায় ওই এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন এলাকাবাসী। এঘটনায় বৃহস্পতিবার বিকেলে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ডিস বিল আদায়কারী সাজ্জাদ হোসেন সাগর। অভিযোগ সূত্রে জানা গেছে,এ এন ক্যাবল টিভি নেটওয়ার্ক এর জগতি এলাকায় বিল আদায়কারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত সাজ্জাদ হোসেন সাগর। জগতি এলাকার বিআইডিসি বাজারে আসামি খাদিমুলের দোকানে ৯মাসের ডিসবিল বকেয়া থাকায় টাকা চাইতে গেলে দুইজনের মধ্যে কথা-কাটাকাটির এক পযার্য়ে দোকানে থাকা কাঠের রোল দিয়ে হত্যার উদ্দেশ্যে সাজ্জাদ হোসেন সাগরকে বেধড়ক মারধর করে খাদিমুলসহ তার ভাতিজারা। পরে স্থানীয় লোকজন আহত সাজ্জাদ হোসেন সাগরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল ইসলাম জানান,থানায় অভিযোগ পেয়েছি। বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Discussion about this post