নিজস্ব প্রতিবেদক : “অশুভ ধ্বংসেই শুভবোধের উন্মেষ” শ্লোগানে ও নাটক সমাজ বদলে হাতিয়ার এই প্রত্যয়কে ধারণ করে শুরু হয়েছে মানবাধিকার নাট্য পরিষদ কুষ্টিয়ার আয়োজনে আইন ও সালিশ কেন্দ্রর সহযোগিতার ২ দিন ব্যাপী নাট্য কর্মশালা। সোমবার সকাল ১০টায় অস্থায়ী শিল্পকলা মিলনায়তন সংলগ্ন নৃত্যরং একাডেমীর প্রশিক্ষণস্থলে মানবাধিকার ও গণমাধ্যম কর্মী হাসান আলী উক্ত কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন মানবাধিকার নাট্য পরিষদ কুষ্টিয়া এর সভাপতি এম এ কাইয়ুম ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ফটিক। আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিল্পী শর্মা, সিনিয়র থিয়েটার এক্টিভিস্ট, আইন ও সালিশ কেন্দ্রে। উক্ত কর্মশালা আগামী ২১ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত চলবে। কর্মশালায় অংশগ্রহণ করেছে মানবাধিকার নাট্য পরিষদ এর ২০জন নবীন নাট্যকর্মী।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post