নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া সদরের বিত্তিপাড়ায় পারিবারিক কলহে ধারালো অস্ত্রের আঘাতে প্রশান্ত কুমার কোল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মোস্তাফিজুর রহমান রতন ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছেন।
বিত্তিপাড়া বাজারের পাশে বাঁশের তৈজসপত্র প্রস্ততকারী কোল সম্প্রদায়ের লোকজন গাদাগাদি করে বসবাস করেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সোমবার বেলা ৩টার দিকে সেখানে ঘরে থাকা নিয়ে প্রশান্ত কুমার ও তার ভাই আনন্দ কুমারের কথা কাটাকাটি হয়। আনন্দের সঙ্গে তার ছেলে সত্য কুমার যোগ দেয়। এক পর্যায়ে বাঁশ কাটা ধারালো বটির আঘাতে প্রশান্ত কুমার গুরুতর আহত হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয়রা অভিযোগ করেছে ভাতিজা সত্য কুমারের অস্ত্রের আঘাতেই চাচা প্রশান্ত কুমারের মৃত্যু হয়। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানান ওসি।

Print Date & Time : 11 September 2025 Thursday 11:29 pm