নিজস্ব প্রতিবেদক : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ অভিযানিক দল গত ০১ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ সময় রাত ০৭.৩০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন নওদা খাদিমপুর গ্রামস্থ জনৈক ছাবদুল মেম্বার এর বাড়ির সামনে ইটের হিয়ারিং রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট-১৮৭ (একশত সাতাশি) পিছ, যাহার মূল্য আনুমানিক ৪৬,৭৫০/- (ছেচল্লিশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা, নগদ-৪,১৯০/- (চার হাজার একশত নব্বই) টাকা সহ ০১ আসামী ১। শাওন খন্দকার (১৯), পিতা- মহসীন খন্দকার, সাং- গোসাইডাঙ্গা (হাটপাড়া), থানা- কুমারখালী, জেলা- কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অপর আসামী ২। শাওন রেজা @ শাওন (২৫), পিতা-ছাবদুল মেম্বার, সাং- নওদা খাদিমপুর, থানা- মিরপুর, জেলা-কুষ্টিয়া পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post