সেলিম আহামেদ তাক্কু ॥ আসন্ন ৫ই জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলার ১১টি ইউনিয়নের আওয়ামী লীগ থেকে মনোনীত নৌকা প্রতীকের মনোয়ন পত্র বিতরন করা হয়েছে। আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি’র কুষ্টিয়াস্থ নিজ কার্যালয়ে বিতরণ করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। এসময় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকের বাইরে নির্বাচনের কোন সুযোগ নেই। আওয়ামীলীগ বা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের অন্তর্ভূক্ত কোন কর্মী বা নেতা যদি স্বতন্ত্র থেকে নির্বাচন করার প্রস্তুতি নেই তাহলে সময় থাকতে মনোনয়ন তুলে ফেলুন নইতো দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, যারা আশা করেছেন দলীয় মনোনয়ন কিন্ত পাননাই তারা মোন খারাপ না করে দলীয় প্রতিকের পক্ষে নির্বাচন করবেন। এসময় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জেলা আওয়ামী লীগের য্গ্মু-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ.স.ম. আক্তারুজ্জামান মাসুমসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং দলীয় মনোনীত প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

Print Date & Time : 8 July 2025 Tuesday 4:30 am