সেলিম আহামেদ তাক্কু ॥ বেগম খালেদা জিয?ার মুক্তি ও নবগঠিত কুষ্টিয?া জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দ। সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায? কুষ্টিয?া এনএস রোডে এই বিক্ষোভ মিছিল করা হয?। কুষ্টিয?া জেলা ছাত্রদলের সাবেক সিনিয?র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি ও সাবেক সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেলের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল প্রায? শতাধিক ত্যাগী ছাত্রনেতা অংশগ্রহণ করেন। সাবেক নেতৃবৃন্দ বলেন, বর্তমান জেলা ছাত্রদলের যে কমিটি অনুমোদন দেওয?া হয?েছে সেই কমিটির অধিকাংশ বিবাহিত, কেউ হত্যা মামলার আসামি, কেউ মাদক সেবী, কেউ চাকরিজীবী ও অন্য সংগঠনের (যুব অধিকার পরিষদ) থেকে আসা। তাদের কারো বিরুদ্ধে রাজনৈতিক কোন মামলা নেই। এমনকি আহ্বায?ক মুজাক্কির রাব্বি কোন ওয?ার্ড, ইউনিয?ন বা অন্য কোথাও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না। এটা গঠনতন্ত্র বিরোধী। আমরা অতি শীঘ্রই এই অবৈধ কমিটি বিলুপ্ত করার দাবি জানাচ্ছি। সেই সাথে ত্যাগী ছাত্রনেতাদের দিয?ে কমিটি গঠনের জোর দাবি জানাচ্ছি। আমরা সেইসাথে দেশনেত্রী বেগম খালেদা জিয?া মুক্ত ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর জোর দাবি জানাচ্ছি। উল্লেখ্য, গত ১৭ নভেম্বর হত্যা মামলার আসামি, বিবাহিত, মাদকসেবী ও চাকরিজীবীদের দিয?ে কুষ্টিয?া জেলা ছাত্রদলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায?ক কমিটি গঠন করেন কেন্দ্রীয? কমিটি। এরপর থেকে সাবেক ছাত্রনেতারা বিভিন্ন ভাবে প্রতিবাদ করে আসছে।

Discussion about this post