রিয়াজুল ইসলাম সেতু, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের ত্রিমোহনী মোড় এলাকায় পুলিশ দেখে ৩ কেজি গাঁজা ও একটি ডায়াং মোটর সাইকেল রাস্তায় ফেলে দৌড়ে পালিয়ে যায়। শনিবার দুপুরে ত্রিমোহনীর বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মাদক বিরোধী আইনের মামলা কেরেছেন।
পুলিশ সূত্রে জানা যায় দুপুরে ট্রাফিক সার্জেন্টে নাজমুল সিকদার চেকপোষ্ট বসিয়ে তল্লাশী করছিলেন। এমন সময় একজন লোক পুলিশকে দেখে মোটরসাইকেল ফেলে দৌড় দিয়ে পালিয়ে যায়। ট্রাফিক সার্জেন্টে নাজমুল সিকদার তাকে তাড়া করেন। এরপর সে মহাসড়ক থেকে নেমে পাটক্ষেতের ভিতর ঢুকে পালিয়ে যেতে সক্ষম হয়।
তার মোটরসাইকেল তল্লাশী করার সময় তিন কেজি গাঁজা পাওয়া গেছে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানাকে অবগত করলে এস আই মেহেদী হাসান মুন্নু, এ.এস.আই আসাদেএসে তিন কেজি গাঁজা ও মোটর সাইকেল জব্দ করে থানায় নিয়ে যান।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম বলেন, মিরপুর থেকে একটি মোটর সাইকেল পুই শাকের ভিতর লুকিয়ে মাদক নিয়ে যাচ্ছিলেন। পুলিশ দেখে মাদকপাচারকারী পালিয়ে গেছে। তবে তাকে আটকের চেষ্টা চলছে।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১৮,২০২২//