Print Date & Time : 5 July 2025 Saturday 1:43 am

কুষ্টিয়ায় পূর্ব শত্র“তার জেরে যুবককে এসিড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় পূর্ব শত্র“তার জেরে যুবককে এসিড নিক্ষেপ এর ঘটনা ঘটেছে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় এজাহার দায়ের করেছে ওই যুবকের পিতা রফিকুল ইসলাম। জানা যায়, গত ২৫ ডিসেম্বর শনিবার সকাল ১০টা ২০ মিনিটের সময় পূর্ব শত্র“তার জেরে কুষ্টিয়া এনএসরোডস্থ বঙ্গবন্ধু সুপার মার্কেটের পেছনের কেসি গেটের পাশ থেকে মিলপাড়ার মৃত গোলাম মালিথার ছেরে আলম মালিথা (৪০), মজমপুর এলাকার সমসের আলীর ছেলে মান্দার আলম চঞ্চল (৪৬), থানাপাড়া এলাকার মৃত আলাউদ্দীন ব্যাপারীর ছেলে রহমত আলী (৬০) মিলে সাব্বিরের মুখে এসিড নিক্ষেপ করে। এতে সাব্বিরের চোখ কান নাক হাতসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এসময় আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়। পরে সাব্বিরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে। এজাহারে আরো উল্লেখ রয়েছে, রহমত আলীর কাছ থেকে বঙ্গবন্ধু সুপার মার্কেটে এর ৩, ৫, ৭ ও ৮নং দোকান ঘর করিডোর সহ ক্রয় করে রফিকুল ইসলাম। কিন্তু করিডোর নিয়ে রহমত মাঝে মাঝেই ঝামেলা করে। শুধু তাই নয় এর আগেও আমার ছোট ছেলেকে হত্যার উদ্দেশ্যে অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।