Print Date & Time : 12 May 2025 Monday 2:06 pm

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ২১ জন।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে ভেড়ামারা উপজেলায় ও সকালে কুষ্টিয়া শহরতলীর খাজানগর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- মিরপুর উপজেলার পোড়াদহ উত্তর কাটদহ গ্রামের মুক্তার আলীর ছেলে মারুফ (২২) ও নড়াইল জেলার চর বালিয়াডাঙ্গা গ্রামের আবুল খালেক শেখের ছেলে বাবু (৪৫)।

দুপুরে যশোর থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস উত্তরবঙ্গের দিকে যাওয়ার সময় কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের ভেড়ামারার ভিলকীর পুল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক বাবু নিহত হন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, মঙ্গলবার সকালে পোড়াদহ থেকে পোশাক কিনতে গার্মেন্টেসকর্মী মারুফ মোটরসাইকেলে কুষ্টিয়া শহরের উদ্দেশে রওনা হন। পথে একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মারুফ ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় গুরুতর আহত ইজিবাইক চালককে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তারও অবস্থাও আশঙ্কাজনক।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাবিরুল আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।