নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় দরপত্রে অংশগ্রহণ করার অপরাধে প্রকাশ্য দিবালোকে প্রতিষ্ঠিত এক ঠিকাদারকে হাতুড়িপেটা করেছে একদল সন্ত্রাসী। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়া এলজিইডি অফিসের সামনেই এ ঘটনা ঘটে। প্রকাশ্য দিবালোকে ঘিরে ধরে ঠিকাদারকে হাতুড়ি পেটার এই দৃশ্য সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। নির্যাতনের শিকার ওই ঠিকাদার শাহিদুর রহমান মিন্টু (৪৮) মারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের শানপুকুড়িয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। বর্তমানে তিনি শহরের পুলিশ লাইনের সামনে বাসা ভাড়া থাকেন। ঠিকাদার শাহিদুর রহমান মিন্টু জানান, তিনি একজন প্রতিষ্ঠিত
ঠিকাদার। দীর্ঘদিন ধরে তিনি ঠিকাদারি কাজ করে আসছেন। এলজিইডি,সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, বিএডিসিসহ প্রায় সব দফতরেরই তাঁর নিজ নামে লাইসেন্স রয়েছে। তিনি জানান, কুষ্টিয়া এলজিইডি’র অধীনে, প্রায় ৭ কোটি টাকার মিরপুর সড়কের ঘোড়ামারা আরএসডি হতে পোড়াদহ জিসি ভায়া মসেন রোডের দরপত্র দাখিলের শেষ তারিখ ছিল চলতি বছরের ৩ মার্চ। কাজটি তিনি না পেলেও দরপত্র দাখিল করার পর থেকেই কুষ্টিয়ার প্রভাবশালী আওয়ামীলীগ নেতা একজন
ঠিকাদার তাঁকে মুঠোফোনে দেখে নেয়ার হুমকি দিয়ে আসছিলেন। হুমকির কারণে তিনি গত তিন মাস ধরে মিরপুর উপজেলার কুর্শা মসজিদ হতে সুতাইল জোড়া ব্রীজ রোড পর্যন্ত এলজিইডি’র প্রায় এক কোটি টাকার রাস্তার কাজ শুরু করতে পারছেন না বলেও জানান। মিন্টু জানান, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে তিনি প্রয়োজনীয় কাজ শেষ করে এলজিইডি অফিস থেকে বের হয়ে সামনের কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এসে দাঁড়ানোর সাথে সাথে শহরের পূর্ব মজমপুর এলাকার বরকতের নেতৃত্বে ১০-১২ জনের একদল সন্ত্রাসী তাঁকে ঘিরে ধরে হাতুড়ি পেটা শুরু করে। এক পর্যায়ে তিনি পুনরায় এলজিইডি অফিসের ভেতরে দৌড়ে পালিয়ে কোন রকমে প্রাণ রক্ষা করেন। হামলার এই দৃশ্য কে বা কারা মুঠোফোনে ধারণ করে দুপুরে স্যোসাল মিডিয়ায় ছেড়ে দিলে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। নির্যাতনের শিকার ঠিকাদার শাহিদুর রহমান মিন্টু জানান, ঘটনার পর থেকে তিনি মুঠোফোনে আবারও একের পর হুমকি পাচ্ছেন। তিনি প্রাণ ভয়ে রয়েছেন।
হুমকি দাতা এবং হামলাকারীরা প্রভাবশালী হওয়ার কারণে তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করার সাহস পাচ্ছেন না। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, বিষয়টি তাঁর জানা নেই।
এ ব্যাপারে এখনো কেউ কোন অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discussion about this post