নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও মহান বিজয়ের দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ায় প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় প্রবীণ সংঘের অফিস কক্ষে গ্রাম বাংলা ও বাঙ্গালীর ঐতিহ্য পিঠা উৎসবে মুখোরিত হলো কুষ্টিয়ার পাবলিক লাইব্রেরী চত্বর। প্রবীণ হিতৈষী সংঘ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুল জলিলের সভাপত্বিতে আলোচনা সভায় বক্ত্যব রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু, চৌধুরী মুরশেদ আলম মধু, সদর উপজেলা আওয়মীলীগের সভাপতি ও কুষ্টিয়া জজ কোর্টের জিপি এ্যাডঃ আক্তারুজ্জামান মাসুম, প্রবীণ হিতৈষী সংঘের সহ-সভাপতি নজরুল ইসলাম, আলহাজ¦ মোজাফফর হোসেন, সহ-সাধারণ সম্পাদক আ.ফ.শে শরিফুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, সাংস্কৃতিক সম্পাদক, কুষ্টিয়া চেম্বার অব কর্মাসের পরিচালক ও ঐতুবৃ কেমিক্যাল ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোঃ ফজলে করিম খোকা, নির্বাহী সদস্য প্রকৌশলী হাজী আব্দুর রাজ্জাক, মোঃ জহুরুল হক চৌধুরী মঞ্জু, মাহাতাব উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন চেম্বার অব কর্মাসের সাবেক পরিচালক নিলুফার আক্তার নাজনীন, কুষ্টিয়া এডিটর ফোরামের সভাপতি ও কুষ্টিয়া দর্পণের সম্পাদক মজিবুল শেখ, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম.লিটন-উজ-জামান, দৈনিক সূত্রপাতের সম্পাদক ডাঃ মোকাদ্দেস হোসেন সেলিম, দৈনিক দেশতথ্য’র ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হকসহ সংঘের প্রায় দুইশতাধিক প্রবীণ সদস্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবীণ সংঘের সাধারণ সম্পাদক হাজী মোঃ খাদেমুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই শহীদ বুদ্ধিজীবি ও বীরমুক্তিযোদ্ধাদের প্রতি সন্মান প্রদর্শন করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মোশারফ হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিআরবি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেশবরণ্যে শিল্পপতি আলহাজ¦ মজিবর রহমান শারিরীক সমস্যায় উপস্থিত হতে না পারায় তার জন্য দোয়া করা হয়।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post