কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া পুলিশ লাইনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার খাইরুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে পুলিশের অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) শাহাবুদ্দিন খান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান সদর উদ্দিন খান, চেম্বার অব কমার্সের সভাপতি রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজগর আলী, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু ও কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান।
অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেন,‘ জনগনকে সম্পৃক্ত করে বিট ও কমিউনিটি পুলিশ কার্যক্রম বেগবান করা হয়েছে। বিট পুলিশি চালু হওয়ার পর অপরাধ অনেক কমে গেছে। আগে থেকেই ব্যবস্থা নেওয়ার ফলে জনগনের জানমাল রক্ষা পাচ্ছে। বৈশ্বিক সন্ত্রাসবাদ ও ষড়যন্ত্র মোকাবেলা করতে পুলিশ দক্ষ ভাবে কাজ করে যাচ্ছে। আগের থেকে পুলিশ এখন বেশি জনসম্পৃক্ত। যে কারনে যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করা পুলিশের পক্ষে সহজ হয়ে যাচ্ছে। পুলিশকে আধুনিক ও জনসম্পৃক্ত করে গড়ে তুলতে বর্তমান প্রধানমন্ত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
সমাবেশে জেলার বিটের অফিসার ও কমিউনিটি পুলিশ ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৪ জানুয়ারি ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post