Print Date & Time : 11 July 2025 Friday 11:40 pm

কুষ্টিয়ায় বিদ্যুৎ স্পর্শে একজন নিহত

মিরপর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের সুন্দাহ নফরকান্দ বিলের মাঠে শুক্রবার সকালে কাজ করতে নামলে বিদ্যুৎ স্পর্শে কাসেম বিশ্বাস (৫৫) নিহত হয়েছে। নিহত কাশেম বিশ্বাস ছাতিয়ান ইউনিয়নের নফরকান্দি গ্রামের মৃত বিষু বিশ্বাসের ছেলে। 

স্যালো মালিককে পুলিশে সোপর্দ

এলাকাবাসীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত অন্য একটি মটর থেকে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ লাইন মাঠের মধ্যে থেকে ৯০০ মিটার দুরে নিয়ে গিয়ে অন্য স্যালোতে সংযোগ দিয়েছে। তাছাড়া কেউ নিষেধাজ্ঞা করলে বিভিন্নভাবে লোকদের হুমকি ধামকি দিতেন স্যালোতে মালিক সাইদুর রহমান (নেটা) সাইদুর রহমান (৫০) ছন্দহ এলকার একই ইউনিয়নের বাসিন্দা মৃত কপিলউদ্দি নেটার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের বিষয় টি নিয়ে সাইদুর রহমানের সাথে এলাকাবাসী সহ আত্মীয় স্বজনরা কথা বলতে গেলে চরম হইচই পড়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী সাইদুর রহমান ও তার ভাইস্তে জহুরুল কে পুলিশের হাতে তুলে দেন। সাইদুর রহমান নেটার নামে একাধিক মারামারির মামলা রয়েছে। আপাতত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পড়েছে শোকের ছায়া। 

এ বিষয়ে মিরপুর থানার ওসি জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৭ আগস্ট ২০২৩