” জলাশয় সংরক্ষণ, নিরাপদ পাখির জীবন ” এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ায় পরিবেশবাদী সংগঠন মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার উদ্যোগে বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২৩ পালন করা হয়েছে।
শনিবার (২০ মে) বিকাল ৫ টায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার উদ্যেগে শহরের ছয় রাস্তার মোড়স্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন,সংগঠনের সভাপতি শাহাবউদ্দিন মিলন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল, মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক নাব্বির আল নাফিজ, মীর কুশল,সিরাজ ফরাসী, আরিফ হোসেন, অরূপ , বাবলু, তুরাগ, শাজাহান, সোহেল,মিলন মাহমুদ, জিকো,মোহন, রাজন আহমেদ, রাজু সরকার, লিটন মাহমুদ, চপল হোসেন প্রমূখ। এসময় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে ব্যাপকভাবে বৃক্ষ নিধন ও শিল্প-কলকারখানা বৃদ্ধি পাওয়ার ফলে পাখিদের আবাসস্থল প্রায় ধ্বংসের মুখে পরিণত হয়েছে।তাই পৃথিবীর ভারসাম্য রক্ষায় পাখি সংরক্ষণ করা একান্ত প্রয়োজন।দেশি ও বিদেশি পাখির অভয়ারণ্য গড়ে তুলতে সবুজায়ন বৃদ্ধি, নদী, বিল ও জলাশয় সংরক্ষণ জরুরি। অবাধে পাখি নিধন বন্ধ করতে হবে। আমাদের গারো পাহাড়ে দেশীয় গাছের সংখ্যা কমে গেছে। ফল দেয় এমন গাছ নেই বললেই চলে। শেরপুরের গারো পাহাড়ে পাখির সংখ্যা বাড়াতে প্রচুর দেশীয় ফলের গাছ লাগাতে হবে। আকাশমণি ও ইউক্লিপটাসসহ ক্ষতিকর গাছ কেটে নতুন করে দেশীয় ফুল, ফলসহ অন্যান্য গাছ লাগাতে হবে।
উল্লেখ্য, পাখির আবাসস্থলকে নিরাপদ রাখা ও বিচরণস্থল সংরক্ষণের আহ্বান জানিয়ে প্রতিবছর সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। পাখি সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বাড়াতে ২০০৬ সাল থেকে পরিযায়ী পাখি দিবসটি পালন শুরু হয়েছে। প্রতি বছর মে ও অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার বিশ্ব পাখি দিবস পালিত হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২১ মে ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post