নিজস্ব প্রতিবেদক॥ কুষ্টিয়ায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ নভেম্বর (শনিবার) সকাল ৯টায় কুষ্টিয়ার ডাইং ডিভাইন রেস্টুরেন্ট অডিটোরিয়ামে সম্মেলন উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোসাদ্দেক-উল-আলম। কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আইয়ুব হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক জেড এম হাফিজুর রহমান, কুষ্টিয়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডেন্ট সোহেলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোসাদ্দেক-উল-আলম বলেন, আনসার ও ভিডিপির সদস্যদের জীবন মান উন্নয়নে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্যাংকের শেয়ার হোল্ডারদের মধ্যে ডিভিডেন্ট প্রদান অব্যাহত আছে। স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন, দারিদ্র্য বিমোচনে ব্যাংক ব্যপক ভুমিকা পালন করছে। ব্যাংকের সকল কর্মকর্তা/কর্মচারীদের সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানিয়ে বলেন আপনাদের উপর ব্যাংকের ভিত্তি নির্ভর করছে। ব্যাংক এগিয়ে যাচ্ছে, বর্তমানে ব্যাংক আরো গতিশীল হয়েছে। বর্তমানে সারাদেশে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মধ্যে কুষ্টিয়া শাখা দ্বিতীয় স্থান অধিকার করছে। এছাড়াও তিনি আগত সকল কর্মকর্তা, কর্মচারীসহ নৈশপ্রহরীর সমস্যার কথা মনযোগ সহকারে শোনেন ও সমস্যা গুলো চিহ্নিত করেন, এবং দ্রুত সমস্যা গুলো সমাধানের প্রতিশ্রুতি দেন। আগত কর্মকর্তাগন পাবনার চাটমোহরে কর্র্মরত নৈশপ্রহরী তুহিন হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় তার পরিবারকে সহায়তার জন্য অবহিত করেন প্রধান অতিথির কাছে। সম্মেলনে কুষ্টিয়া অঞ্চলের ১৪টি শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানের সার্বিক দ্বায়িত্ব পালন করেন কুষ্টিয়া ব্রাঞ্চের ম্যানেজার মো: রফিকুল আলম।

Discussion about this post