কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ১৫৪ বোতল ফেনসিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে ।
১৩ মার্চ সোমবার বিকাল টায় কুষ্টিয়া সদর ঢাকা ঝালুপাড়া গ্রামে গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৩ মার্চ ২০২৩ ইং তারিখ বিকাল ০৫:৪০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন ঢাকা ঝালুপাড়া গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৫৪ বোতল ফেনসিডিল, যাহার মূল্য আনুমানিক ৩,০৮,০০০/-(তিন লক্ষ আট হাজার) টাকা সহ ০১ জন আসামি মোঃ মোস্তফা (৩২), পিতা-মৃত আমিনুল ইসলাম, সাং-চর বানিয়াপাড়া, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।
খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,১৩ মার্চ ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post