নিজস্ব প্রতিবেদক ॥ নারীর প্রতি সহিংসতা বন্ধ কর, সমঅধিকার নিশ্চিত করো, এই শ্লোগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে, মহিলা পরিষদের কাটাইখানা মোড়স্থ অফিসে নারীর প্রতি সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় বাংলাদেশ মহিলা পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ফাতেমা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সহ- সভাপতি সামসুন নাহার, সাধারণ সম্পাদক তসলিমা খানম লতা, প্রশিক্ষণ সম্পাদক ছায়েদা হক, আন্দোলন সম্পাদক নাজমা আক্তার, সমাজ কল্যাণ সম্পাদক রুখসানা পারভিন, লিগ্যাগ এইড সম্পাদক নিলুফা বেগম রিনা, অর্থ সম্পাদক শেখ সামসুন্নাহার, সদস্য নুরজাহান, সুমি, চম্পা ও কানিজ মাহামুদ প্রমুখ। মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে ফাতেমা বেগম বলেন, নারীদের অবস্থানের নানা ইতিবাচক পরিবর্তনের পরও দেখা যায়, বাংলাদেশে নারীদের জীবনে মৌলিক পরিবর্তন এখনো ঘটেনি। বর্তমানে দেশে আশংকাজনক হারে নারী ও শিশু নির্যাতন,ধর্ষন অপহরণ বেড়েই চলেছে। তিনি আরও বলেন, নারীদের অধিকার নারীদেরই আদায় করে নিতে হবে। শুধু তাই নয়,সম্পদ সম্পত্তিতে নারী পুরুষের সমতা ও নারীর মানবাধিকারের নিশ্চয়তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ গ্রহনের জন্য তিনি উদাত্ব আহবান জানান।

Discussion about this post