Print Date & Time : 4 July 2025 Friday 6:04 pm

কুষ্টিয়ায় মুফাস্সীর পরিষদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : শান্তিময় সমাজ গঠনে আলেম-উলামাদের ভুমিকা শীর্ষক কুষ্টিয়ায় মুফাস্সীর পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুষ্টিয়ার হরিপুরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মুফাস্সীর পরিষদ কেন্দ্রিয় সভাপতি আলহাজ¦ মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সভাপতি অধ্যাপক মাওলানা তৈয়েবুর রহমান। বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা সভাপতি আলহাজ্ব মুফতি মাওলানা আব্দুল হান্নান, জেলা সেক্রেটারী মাওলানা ফারুক আযম জিহাদীসহ অন্যান্য উলামাবৃন্দ।

সভা শেষে মুফাস্সীর পরিষদের সদস্যদের মাঝে ডায়েরী বিতরণ করা হয়। অনুষ্ঠানে দেশ ও জাতির জন্য দোয়া করে মুফাস্সীর পরিষদের নেতৃবৃন্দ।