নিজস্ব প্রতিবেদক : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৮ জুলাই ২০২১ ইং তারিখ রাত্র ০০.৪৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন গোবিন্দপুর গ্রামস্থ কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়ক হইতে গোবিন্দপুর গামী পাঁকা রাস্তার পাশে ( বৈদ্যুতিক পিলারের নিচে)” একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দেশীয় তৈরী ওয়ান শুটার গান-০১ টি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ কুষ্টিয়া জেলার মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের অস্ত্র ও মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Discussion about this post