নিজস্ব প্রতিবেদক: র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২৮ আগস্ট ২০২১ ইং তারিখ ১২.০০ ঘটিকায় কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এবং জনাব কাজী রকিবুল হাসান, সহকারী পরিচালক, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, কুষ্টিয়া এর নেতৃত্বে কুষ্টিয়া জেলার সদর থানাধীন জগতি, চৌড়হাস, সাহাপাড়া এলাকায় উপস্থিত হয়ে আসামী ১। মেসার্স শাহ্ রাজ্জাক ভাজা @ মোঃ আব্দুর রাজ্জাক’কে নগদ ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা), ২। আসামী মেসার্স ফারুক ফুড @ মোঃ ফারুক’কে নগদ ২০,০০০ (বিশ হাজার টাকা), ৩। আসামী মেসার্স শাহ্ ফুড @ মোঃ অপু শাহ’কে নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা), ৪। আসামী মিতা স্পেশাল ফুড প্রোডাক্টস @ মোঃ মিঠু’কে নগদ ১,০০,০০০/- (একলক্ষ টাকা)=সর্বমোট ২,০০,০০০/- (দুইলক্ষ টাকা) অস্বাস্থ্যকর খাদ্য তৈরী ও বিক্রয় করার অপরাধে অভিযান পরিচালনা করে নগদ জরিমানা পূর্বক অব্যহতি প্রদান করেন। যার অভিযান নং-৪২২,৪২৩,৪২৪,৪২৫/২০২১, তারিখ ২৮-০৮-২০২১ ইং, ধারাঃ ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭,৪২,৪৩, ৪৫ ধারা। উল্লেখ্য যে, এই ধরণের অভিযান সচল রেখে অস্বাস্থ্যকর ও ভেজাল খাদ্য সামগ্রী তৈরী ও বিক্রয় রোধকল্পে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post