র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ০৯ জুলাই ২০২১ ইং তারিখ সময় ২৩.১৫ ঘটিকার সময় , ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন খাজানগর বাজারস্থ জনৈক মোঃ ইউসুফ আলী মাষ্টার এর রাইচমিলের চাতাল সংলগ্ন টিনের ঘরের মধ্যে” একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০২ (দুই) বান্ডিল তাস, মোবাইল ফোন-০৩ টি, সীমকার্ড-৪ টি নগদ টাকা ২২১০/- (দুই হাজার দুইশত) টাকা সহ ০৫ জন আসামী ১। মোঃ সবুজ প্রামানিক (২৭), পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-সুন্তানপুর, ২। মোঃ লিটন সর্দার (৩৬), পিতা- মোঃ লোকমান সর্দার, সাং- লস্করপুর মিজানপাড়া, উভয় থানা- নওগাঁ, ৩। মোঃ জুয়েল সর্দার (২৬), পিতা-মোফাজ্জেল হোসেন, সাং- কাশিমপুর, থানা- রানীনগর, সর্ব জেলা-নওগাঁ, ৪। মোঃ হাসমত শেখ (৩৬), পিতা-মোঃ জালাল শেখ, সাং- খাজানগর, থানা-সদর, জেলা- কুষ্টিয়া, ৫। মোঃ মইনাল শেখ (৪৫), পিতা-মোঃ ইন্তাজ শেখ, সাং-নতুন কলাবাড়ীয়া, থানা-বাগাতীপাড়া, জেলা-নাটোর’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের জুয়া বিরোধী অভিযান সচল রেখে জুয়া মুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন জুয়া, মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post