নিজস্ব প্রতিবেদক : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৬ জুলাই ২০২১ ইং তারিখ ভোর ০৫.৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন গাছেরদিয়ার সাকিনস্থ পলাতক আসামী আসাদুজ্জামান তাইরত, পিতা মোঃ আরমান মন্ডল এর বসতবাড়ীর দো-চালা টিনের ইটের ওয়াল পাকা ঘরের ভিতর একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে জাল ব্যান্ডরোল ৩৩,২৪০ টি ও জাল ব্যান্ডরোল যুক্ত বিড়ি- ১৮,৩২০ প্যাকেট সহ ০২ জন আসামী ১। মোঃ আহসান হাবীব (৩২), পিতা-মোঃ মঞ্জিল মন্ডল, ২। মোঃ তারিফুল ইসলাম (৩০), পিতা-মোঃ আরমান মন্ডল, উভয় সাং-গাছেরদিয়ার, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ আসামীদ্বয়কে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের জাল ব্যান্ডরোল তৈরি করে সরকারী রাজস্ব ফাঁকি দেওয়া ব্যবসায়ী গ্রেফতার ও মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Discussion about this post