নিজস্ব প্রতিবেদক : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ১৬ জুলাই ২০২১ ইং তারিখ সময় রাত ২২.৪৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন চৌড়হাস ঈদগাহ পশ্চিমপাড়া গ্রামস্থ জনৈক মোঃ ছানা এর গরু’র খামার এর মধ্যে” একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০২ (দুই) বান্ডিল তাস, মোবাইল ফোন-০৮ টি, সীমকার্ড-১১ টি নগদ টাকা ৭৯৮২/- (সাত হাজার নয়শত বিরাশি) টাকা সহ ০৯ জন আসামী ১। মোঃ সাদেক আলী (৪০), পিতা মৃত নুরুল ইসলাম, সাং-চৌড়হাস, ২। মোঃ সুমন আলী শেখ (৪০), পিতা- মৃত হাছেন আলী, সাং- জগতি, ৩। মোঃ সাগর মিয়া (৩২), পিতা-বিল্লাল মিয়া, সাং- জগতি, ৪। মোঃ রিয়াজুল ইসলাম (২৭), পিতা-মৃত পচু শেখ, সাং- জগতি গুচ্ছগ্রাম, ৫। মোঃ নজরুল ইসলাম (৩৮), পিতা-মোঃ আতর আলী শাহ্, সাং-চৌড়হাস কলোনী, ৬। মোঃ শাজাহান মল্লিক (৪০), পিতা- মৃত আজমত মল্লিক, সাং- চৌড়হাস,৭। জনি (২২), পিতা- মোঃ তোফাজ্জল, সাং- জগতি, ৮। বাবু উদ্দিন (৪৮), পিতা- মহির উদ্দিন,সাং- চৌড়হাস, ৯। মুরাদ (৩৫),পিতা-মৃত হবিবর বিশ^াস, সাং- জগতি গুচ্ছগ্রাম, সর্ব থানা- কুষ্টিয়া সদর, জেলা- কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদেরকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের জুয়া বিরোধী অভিযান সচল রেখে জুয়া মুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন জুয়া, মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Print Date & Time : 10 May 2025 Saturday 10:59 pm