নিজস্ব প্রতিবেদক : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ০৪ আগস্ট ২০২১ ইং তারিখ সময় ১৫.৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন জামালপুর মধ্যপাড়া সাকিনস্থ জনৈক মালেকুজ্জামান @ লাডু এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালে গ্রেফতারকৃত আসামী ১. মোঃ নাহিদ হাসান @ বনফুল (২০), পিতা- রহিদুল মালিথা, সাং-জামালপুর মধ্যপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া ও পলাতক আসামী ২। মোঃ জাম্বু (৩২), পিতা- মোঃ ইসমাইল হোসেন, সাং- জামালপুর মধ্যপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া গ্রেফতার এড়ানোর জন্য উক্ত মাদক ব্যবসায়ী তার ডান হাতে থাকা ধারালো হাসুয়া দিয়া হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি কোপ মারিয়া সৈনিক মোঃ রেজাউল করিমের ডান হাতের কব্জি রক্তাক্ত জখম করে। তাৎক্ষনিকভাবে আরো র্যাব সদস্য উপস্থিত হইয়া অভিযুক্ত’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সরকারী কাজে বাধাদান, হত্যাচেষ্টা,আসামী ছিনিয়ে নেওয়া চেষ্টা অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে এবং একজন গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post