নিজস্ব প্রতিবেদক : না ফেরার দেশে পাড়ি জমালেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির (কাজী জাফর) কেন্দ্রীয় কমিটির মহাসচিব জাফরুল্লাহ খান চৌধুরী (লাহরী খান)। দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে রবিবার দিবাগত রাত ১০.৫০ মিনিটে কুষ্টিয়া শহরের কোটপাড়ায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন তিনি।
মরহুমের প্রথম নামাজে জানাজা তার জন্মস্থান হাটশ হরিপুরের দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুল মাঠে সোমবার সকাল ১১টায় ও দ্বিতীয় নামাজে জানাজা সোমবার বাদ জোহর কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় ঈদগাহে জানাযা নামাজের পূর্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর ভারপ্রাপ্ত মহাসচিব, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন, কুষ্টিয়া জেলা বিএনপির’র সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক এমপি সোহরাব উদ্দিন, কুষ্টিয়া প্রবীণ রাজনীতিবীদ ও কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ আমিনুল হক রতন, কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, মিনহাজুল রহমান আলো, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতির মুরাদ চৌধুরী সহ অগনিত নেতাকর্মী, ভক্ত ও বিভিন্ন রাজনৈতিক ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। আরোও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ জাতীয় পার্টি (কাজী জাফর) এর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, জাতীয় পার্টি (কাজী জাফর) এর কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হাফিজ, সাধারণ সম্পাদক আজমত আলী খান মনি প্রমুখ।
পরবর্তীতে কুষ্টিয়া পৌর গোরস্থানে মা ও বড় ভাইয়ের কবরের উপরে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। উল্লেখ্য যে, জাফরুল্লাহ খান চৌধুরী (লাহরী খান) কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের দুইবার চেয়ারম্যান হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করেছেন।
জাফরুল্লাহ খান চৌধুরীর (লাহরী খান) মৃত্যুতে এক শোক বার্তায় কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। সেই সাথে মরহুমের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। জাফরুল্লাহ খান চৌধুরী (লাহরী খান) কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাবেক সভাপতি।

Discussion about this post