নিজস্ব প্রতিবেদক ॥ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন। বাঙ্গালী জাতির সবচেয়ে বেদনাদায়ক দিন। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তান বরেণ্য হাজার হাজার শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে তাদের ওপর চালায় নির্মম-নিষ্ঠুর নির্যাতন তারপর নারকীয় হত্যাযজ্ঞ। কুষ্টিয়াতে তেমনি ৪৫ জন শিক্ষাবিদ কে এ দিনে হত্যা করা হয়েছিল। দেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধায় স্মরণে জেলা পুলিশের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন কুষ্টিয়ার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃ ফরহাদ হোসেন খান। এসময় পুস্পস্তবক অর্পণ করেন জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক, কুষ্টিয়া । এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), জনাব মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া সদর সার্কেল কুষ্টিয়া, ডিআইও-১, কুষ্টিয়া, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া, টিআই-০১, কুষ্টিয়া, কোর্ট ইন্সপেক্টর,কুষ্টিয়া এবং জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও পুস্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কুষ্টিয়া শাখা, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়াসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাবৃন্দ এবং আপামর সুধিজন। পুস্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা ও তাঁদের আত্মার মাগফেরাতে দোয়া পাঠ করা হয়।

Print Date & Time : 6 July 2025 Sunday 2:12 am