Print Date & Time : 11 September 2025 Thursday 9:40 am

কুষ্টিয়ায় শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বর্ষার মধ্যে স্কুলে আসার প্রবণতা বৃদ্ধি, মানসিক বিকাশ ও পড়াশোনায় ভালো ফলাফলে উদ্বুদ্ধকরণের লক্ষে কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের মধ্যে রঙ্গিন ছাতা বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে শহরের জিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধীক শিক্ষার্থীর মাঝে এসব ছাতা বিতরণ করা হয়।

কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সভাপতি, সামাজিক ও সাংস্কৃতিক এবং শিশু সংগঠক আশরাফউদ্দিন নজু এসব ছাতা বিতরণ করেন।

অনুষ্ঠানে আশরাফউদ্দিন নজু বলেন, আমার বাড়ী এই স্কুলের পাশেই। আমি মাঝে মাঝেই উপলব্ধি করি বৃষ্টিতে ভিজে শিশুরা প্রতিনিয়ত বিদ্যালয়ে আসা যাওয়া করে। আমার আমার ব্যক্তিগত তহবিল থেকে তাদের জন্য সামান্য কিছু ছাতার ব্যবস্থা করেছি।

তিনি আরও বলেন, শিশুদের উৎসাহ দিতেই আমার এ উদ্যোগ। আমি ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি হয়তো, কিন্তু অন্য কেউ একদিন বড় ধরনের উদ্যোগ নেবে এসব শিশুদের জন্য। এটাই আমার কাম্য। এছাড়াও তিনি আগামীতে এই বিদ্যালয়ের অডিটোরিয়াম হলটিও সংস্কারের পদক্ষেপ নেবেন বলেও জানান।