নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার ইসলামী বিশ^বিদ্যালয় থানার ঐতিহ্যবাহী ঝাউদিয়া শাহী মসজিদে মানতের মাংস নিজেদের মধ্যে ভাগাভাগিকে কেন্দ্র করে স্থানীয় মুরাদ চৌধুরী ও আসাদ চৌধুরী গ্রুপের মধ্যে সংঘর্ষে চলাকালে কবির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকেল ৪ টার দিকে ঝাউদিয়া শাহী মসজিদ এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ এই হত্যাকান্ডের ঘটনায় বিবাদমান দুই গ্রুপের প্রধান মুরাদ চৌধুরী, আসাদ চৌধুরীসহ তিন জনকে আটক করেছে।
কুষ্টিয়ার ইসলামী বিশ^বিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, গত কয়েক দিন ধরে মসজিদের মানতের মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। শনিবার চুয়াডাঙ্গার দর্শনা এলাকা থেকে কয়েকজন ঝাউদিয়া শাহী মসজিদে আসেন। তারা মানত হিসেবে মসজিদে একটি খাসি প্রদান করেন। এই খাসির মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে স্থানীয় আসাদ চৌধুরী ও মুরাদ চৌধুরী গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে ঠেকাতে গিয়ে লাঠির আঘাতে সংঘর্ষে কবির খান নামে এক যুবক নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ কওে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাস জানান, ঝাউদিয়া শাহী মসজিদে মানতের খাসির মাংস নিয়ে ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ একজন নিহত হয়েছেন। নিহত কবির হোসেন দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি তিনি বিদেশ থেকে এলাকায় এসেছিলেন।
প্রসঙ্গত মুঘল আমলে নির্মিত ঝাউদিয়া শাহী মসজিদ দেশের অন্যতম একটি প্রতœতাত্ত্বিক নিদর্শন। কুষ্টিয়া জেলা সদরের ঝাউদিয়া এলাকায় মসজিদটি অবস্থিত। মসজিদটি নির্মাণে ইট, পাথর, বালু ও চিনামাটি ব্যবহার করা হয়েছে। ঐতিহাসিক প্রতœতাত্ত্বিক নিদর্শন হওয়ায় প্রতিদিন দেশের দূর-দূরান্ত থেকে বহু মানুষ মসজিদটি দর্শন করার জন্য ছুটে আসেন। এখানে এসে খাস দিলে কোন কিছু চাইলে তা পূরণ হয় এ রকম প্রচারণা থেকে দর্শনার্থীদের অনেকেই নগদ টাকা-পয়সা, স্বর্ণালংকার, হাঁস-মুরগী, গরু-ছাগলসহ অনেক কিছুই মানত করে থাকেন। এই মানতের টাকা পয়সার ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে ইতোপূর্বে অনেক বার সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

Print Date & Time : 12 September 2025 Friday 12:31 pm