নিজস্ব প্রতিবেদক : র্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্প কিশোর গ্যাং ও কিশোর অপরাধমুলক কর্মকাণ্ড রোধে প্রচারণা ও সচেতনতা বৃদ্ধির জন্য কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারই প্রেক্ষিতে আজ বুধবার সকাল ১০ টায় কুষ্টিয়া জিলা স্কুলে সচেতনতা ও প্রচারণা মুলোক ক্যাম্পেইন এর আয়োজন করেন কুষ্টিয়া র্যাব ১২ এর কোম্পানি কমান্ডার।
সেখানে উপস্থিত ছিলেন স্কুল লেভেলের ছাত্র,তাদের অভিভাবক ও শিক্ষক সহ জনপ্রতিনিধিরা।
কিশোর অপরাধ দমনে সামাজিক প্রচারণার অংশ হিসেবে র্যাব নির্মিত একটি টেলিভিশন বিজ্ঞাপন প্রচার করা হয় কুষ্টিয়া জিলা স্কুলের হল রুমে বড় পর্দায়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কুষ্টিয়া র্যাব ১২ এর কোম্পানি কমান্ডার ইলিয়াস খান বলেন, ‘বর্তমান ডিজিটাল যুগে তথ্যের অবাধ প্রবাহ রয়েছে। এরমধ্যে আছে ভালো-মন্দ দুটোই। আমাদের সবাইকে ভালো বেছে নিতে হবে, আর মন্দকে দূরে রাখতে হবে। আজকে আমরা যে কিশোর গ্যাং বলছি, এটা আমাদের নয়। আমাদের কিশোররা বিদেশি কিছু অপসংস্কৃতি অনুসরণ করছে মাত্র। যা আমাদের পরিবার, সমাজ, শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু কিছু দুর্বলতার কারণে এটি বৃদ্ধি পাচ্ছে।’
তিনি ছাত্র ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আনতে হলে পরিবারে বাবা,মা সহ অভিভাবকদের সচেতন হতে হবে তাদের সন্তানের প্রতি, সাথে নজরদারি বাড়াতে হবে। তিনি আরও বলেন আপনার সন্তানেরা কখন কোথায় যায় কার সাথে মিশে এগুলো খেয়াল রাখতে হবে। সন্ধ্যার পর বিনা প্রয়োজনে বাসার বাইরে যেতে দেওয়া যাবে না। কিশোর গ্যাং দমনে র্যাব বস্তুনিষ্ঠ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি, অভিযানিক কর্মকাণ্ডের পাশাপাশি জনসচেতনা এবং বিভিন্ন প্রচার-প্রচারণার মাধ্যমে সকলকে সম্পৃক্ত করতে। এই স্বাধীন বাংলাদেশে কিশোর গ্যাংয়ের অতিত্ব থাকবে না।’
সচেতনতা ও কিশোর গ্যাং এর অপসাংস্কৃতি রোধে ছাত্র ও অভিভাবকদের জন্য বড় পর্দায় বিভিন্ন শিক্ষামুলক পয়েন্ট তুলে ধরা হয় যাতে করে ছাত্ররা ওই পয়েন্ট গুলো মনে রেখে অপরাধ জগতে না প্রবেশ করে।
কিশোর গ্যাং অপসাংস্কৃতি রোধে আলোচনা ও সচেতনতামুলক কার্যক্রম শেষে কুষ্টিয়া র্যাব ১২ এর কোম্পানি কমান্ডার ইলিয়াস খান ছাত্রদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকেরা।
কুষ্টিয়া জেলা স্কুলের প্রচারণা শেষে দুপুরে মিরপুর পাইলট হাই স্কুলে একই আয়োজন করে কুষ্টিয়া র্যাব ১২,
কুষ্টিয়ায় র্যাব এর এমন ব্যাতিক্রমধর্মী সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়েছেন অভিভাবকেরা, সাথে তারা র্যাবের প্রতি বিশেষ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।