নিজস্ব প্রতিবেদক ॥ ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় পূর্ব সুত্রতার জের ধরে হামলার শিকার দানেজ আলী নামরে এক মৎস্যচাষী চিকিৎসার এক পর্যায়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজ শনিবার সকালে মৃত্যুবরণ করেছে। এদিকে মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে মূহুর্তেই এলাকার শতশত নারী-পুরুষ ক্ষোভে ফেটে পড়ে। তারা এলাকার ত্রাস, অসংখ্য অপকর্ম ও মাদক-সন্ত্রাসের মূলহোতা জিয়া, তার পোষ্য ক্যাডার ও তাদের পৃষ্ঠপোষক-গড ফাদারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানায়।
দানেজ আলী’র মৃত্যু সংবাদ অবহিত হয়ে ভেড়ামারা থানা পুলিশ পরবর্তী যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিলশুকা ভবানীপুর এলাকায় অবস্থান নেয়। উল্লেখ্য, বিলশুকা ভবানীপুর এলাকার মৃতঃ শামছুদ্দীন প্রামানিকের ছেলে বাহিনী প্রধান জিয়া দীর্ঘদিন ধরেই এই এলাকায় ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠিত করে মাদক ব্যবসাসহ নানাবিধ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। ইতোপূর্বে সে কয়েকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও স্থানীয় প্রভাবশালী গডফাদারদের হস্তক্ষেপে বারবার নিস্তার পেয়ে চলেছে। জিয়া মৎস্যচাষী দানেজ আলীর মাছের খামার থেকে ইতোপূর্বে বেশ কয়েকবার মাছ লুট করার কারনে দানেজ আলীর সাথে তার বিবাদ শুরু হয়। একারনে উভয় পক্ষের মাঝে বেশ কয়েকবার গন্ডগোল হয়েছে। গত শুক্রবার বিকেলে দানেজ আলী তার গমের ক্ষেতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা জিয়া ও তার ক্যাডাররা ধারালো অস্ত্র ও লোহাররড়সহ লাঠিসোটা নিয়ে দানেজ আলীর উপর বেপরোয়া হামলা করে তাঁকে রক্তাক্ত জখম করে। মূমুর্ষ ও রক্তাক্ত আহতাবস্থায় দানেজ আলীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।

Discussion about this post