নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১৫ আগষ্ট কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে দৈনিক দেশতথ্য কার্যালয়ে দিবসটি ঘিরে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আল-মামুন সাগরের সঞ্চালনায় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক আবদুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৈনিক কুষ্টিয়া দর্পণের সম্পাদক ও এডিটর ফোরামের সভাপতি মুজিবুল শেখ,দৈনিক মাটির ডাক পত্রিকার সম্পাদক লুৎফর রহমান কুমার, মাই টিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, বাংলা টিভির জেলা প্রতিনিধি এম.লিটন-উজ-জামান,দৈনিক সূত্রপাত পত্রিকার সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম,দৈনিক দেশতথ্য পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক, জনমতামত পত্রিকার সম্পাদক ইব্রাহিম হোসেন মিরাজ, সাপ্তাহিক রবি বার্তার সম্পাদক গোলাম মওলা, দৈনিক কুষ্টিয়া দর্পণের প্রতিনিধি আসলাম হোসেন। এসময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন
Discussion about this post