কুষ্টিয়ায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় স্কপ কুষ্টিয়া জেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক শ্রমিকনেতা হাফিজ সরকার সভাপতিত্বে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক শ্রমিক নেতা মুকুল হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার সভাপতি শ্রমিক নেতা আশরাফুল ইসলাম, সাধারন সম্পাদক এ্যাড. মীর নাজমুল ইসলাম শাহীন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক শ্রমিক নেতা ম, হেলাল উদ্দিন, বাংলাদেশ ট্রেন্ড ইউনিয়ন সংঘ কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক পলান বিশ্বাস,জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি শ্রমিক নেতা আমিরুল ইসলাম মকলু ও সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস।
নেতৃবৃন্দ অত্যাবশ্যক পরিষেবা বিল প্রত্যাহার, জাতীয় নূনতম মজুরী ২০ হাজার টাকা নির্ধারণ সহ স্কপের ৯ দফা দাবীতে আগমী ১লা সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় কনভেশন সফল করার জন্য শ্রমিকদের প্রতি আহবান জানান । স্কপ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নীতি অনুযায়ী আগামী ৬ মাসের জন্য জাতীয় শ্রমিকলীগ ও বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনকে কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৮ আগষ্ট ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post