নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নাসির উদ্দিন (৫৫) নামে সাবেক এক সেনা সদস্য নিহত হয়েছেন। রোববার (১৯ ডিসেম্বর) রাতে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের ইবি থানার ১১ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন ইবি থানার মধুপুর ফকিরপাড়া গ্রামের নওশের আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে নাসির উদ্দিন রশিদ এগ্রোর সিকিউরিটি ইনচার্জ দায়িত্বরত ছিলেন। ডিউটি শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে উক্ত স্থানে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় হাইওয়ে পুলিশকে খরব দিলে ঘটনাস্থল থেকে নাসির উদ্দিনের মরদেহ ও তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে। নাসির উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

Discussion about this post