নিজস্ব প্রতিবেদক ॥ গত ২২ ডিসেম্বর ২০২১ তারিখ কুষ্টিয়া জেলার সদর থানাধীন পূর্ব মিলপাড়া এলাকায় সবুজ মন্ডল (১৮) নামক একজন ব্যক্তি খুন হয়। প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে পূর্বপরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে জানা যায়। নিহতের বাবা মোঃ হায়দার আলী (৫২), পিতা- মৃত মকছেদ আলী মন্ডল বাদী হয়ে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-২৫, তারিখ-২৩/১২/২০২১ খ্রিঃ, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড। ঘটনার পর হতেই র্যাব উক্ত ঘটনার সাথে জড়িত আসামীদের’কে গ্রেফতারে ব্যাপক অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৭ ডিসেম্বর ২০২১ ইং তারিখ আনুমানিক দুপুর ০২.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত খুনের এজাহার নামীয় পলাতক ০৪ নং আসামী মোঃ শহীদ (৪৭), পিতাঃ মৃত ছরাফ, সাং-পূর্ব মিলপাড়া, থানা- কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া’কে কুষ্টিয়া জেলার সদর থানাধীন বড় বাজার রেলষ্টেশন এলাকা হতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত আসামীকে কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Print Date & Time : 3 August 2025 Sunday 8:11 pm