নিজস্ব প্রতিবেদক : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গত ১৩ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ সময় রাত ০৯:১৫ ঘটিকা হতে ১০:৪৫ ঘটিকা পর্যন্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এবং দীনেশ সরকার, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, ভেড়ামারা, কুষ্টিয়া এর নেতৃত্বে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন মাধবপুর মন্ডলপাড়া গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসামী মোঃ শাহজাহান (৫০), পিতা-পিয়ার আলী, সাং- মাধবপুর মন্ডলপাড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া’কে সরকারী বিধি-নিষেধ অমান্য করে কারেন্ট জাল সংরক্ষন ও বিক্রি করার অপরাধে ৪,০০০/- টাকা জরিমানা ও ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং ২০,০০০ (বিশ) হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। যার মোবাইল কোর্ট মামলা নং-৩২২/২০২১, তারিখ ১৩-০৯-২০২১ ইং, ধারাঃ মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এর ৪(ক) ও ৫ ধারা। উল্লেখ্য যে, এই ধরণের ‘অবৈধ কারেন্ট জাল উদ্ধার’ অভিযান অব্যাহত রেখে দেশের মৎস সম্পদ রক্ষায় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
প্রিন্ট করুন
Discussion about this post