Print Date & Time : 5 July 2025 Saturday 12:12 am

কুষ্টিয়ায় ২৩ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন ৫ ম ধাপের কুষ্টিয়া সদর উপজেলার ১১টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৮১ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ২৩ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। গতকাল রবিবার (১৯ ডিসেম্বর) ছিলো মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। শেষ দিনে ১১টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়ন থেকে মোট ২৩জন চেয়ারম্যান প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, হাটশ হরিপুর ইউনিয়নে মনোনয়ন প্রত্যাহার করেছেন জাসদ মনোনীত প্রার্থী তৈয়ব আলী। ৮জন প্রার্থীর মধ্যে শুধু মাত্র তৈয়ব আলীই মনোনয়ন প্রত্যাহার করেছেন। বটতৈল ইউনিয়নে ১১ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন ৪জন। যথাক্রমে আব্দুল মান্নান মোল্লা, আরিফুল ইসলাম বাবু, এনামুল হক ও আমিরুল ইসলাম।আইলচারা ইউনিয়নে ৬জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী খাকছার আলী।আলামপুর ইউনিয়নে ১০ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন শ্রী সুজন কুমার বিশ্বাস।হরিনারায়ণপুর ইউনিয়নে ৫জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন। গোস্বাসী দূর্গাপুর ইউনিয়নে ৬জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন ৩ জন। যথাক্রমে স্বতন্ত্র প্রার্থী ইয়াহিয়া, দবির উদ্দিন, সোহেল রানা।ঝাউদিয়া ইউনিয়নে ৯জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৪জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। যথাক্রমে ইমরান হোসেন, কেরামত আলী বিশ্বাস, রাফেজুল ইসলাম, সাদ আহমেদ।উজানগ্রাম ইউনিয়নে ৯জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৫জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। যথাক্রমে আবু বক্কর সিদ্দীক, আব্দুল মজিদ, একলাস উদ্দিন, রেহেনা খাতুন, সিরাজুল ইসলাম।মনোহরদিয়া ইউনিয়নে ৬জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী তুহিনুর রহমান মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
পাটিকাবাড়ী ইউনিয়নে ৬জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। যথাক্রমে নাসির উদ্দিন, হাফিজুর রহমান। উল্লেখ্য, আগামী ৫ই জানুয়ারী কুষ্টিয়া সদর উপজেলার মোট ১১টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।