Print Date & Time : 5 July 2025 Saturday 9:17 pm

কুষ্টিয়ায় ২ মাদকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক ॥ র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২২ ডিসেম্বর ২০২১ ইং তারিখ সময় রাত ০৮.৩০ ঘটিকা হইতে রাত ০৯.৩০ ঘটিকা পর্যন্ত মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এবং আহমেদ সাদাত, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া এর নেতৃত্বে কুষ্টিয়া জেলার সদর থানাধীন সদর হাসপাতাল মোড় এলাকায় মাদক সেবনের অপরাধে ০২ জন মাদকসেবী ১। মোঃ সাগর (২৪), পিতা- মৃত কানু, সাং- হাউজিং গোলপুকুর পাড় ২। কৌশিক খাঁ (২৪), পিতা-শরীফ খাঁ, সাং-হাউজিং, উভয় থানা- কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া’কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ১০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন । যার মোবাইল কোর্ট মামলা নং-১৯৩/২০২১, তারিখ- ২২ ডিসেম্বর ২০২১ খ্রিঃ। উল্লেখ্য যে, এই ধরণের অভিযান অব্যাহত রাখতে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।