নিজস্ব প্রতিবেদক ॥ আমলাপাড়া স্পোর্টিং ক্লাব, কুষ্টিয়া’র আয়োজনে, পৌর ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওমামী লীগের সভাপতি বদরুল ইসলাম বাদল স্মৃতি ঞ-১০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর ২০২১ তারিখ শনিবার বেলা ১১ টায় গড়াই মাঠে এ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন আমলাপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (পি.পি) এ্যাডঃ অনুপ কুমার নন্দী। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আমলাপাড়া স্পোর্টিং ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম মানিক। বক্তব্য রাখেন গড়াই স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা এবং আমলাপাড়া স্পোর্টিং ক্লাব’র সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তোতা। অনুষ্ঠান সঞ্চালনা করেন গড়াই স্পোর্টিং ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক চাঁদ আলী। আমলাপাড়া স্পোর্টিং ক্লাব’র সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তোতা জানান, বদরুল ইসলাম বাদল স্মৃতি ঞ-১০ ক্রিকেট টুর্ণামেন্টে মোট ৮ টি দল অংশ গ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে সোনার বাংলা ক্রিকেট একাদশের মুখোমুখি হয় রাজ টুলস ক্রিকেট একাদশ। প্রথমে সোনার বাংলা ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ৭৪ রান সংগ্রহ করেন। ৭৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে রাজ টুলস ক্রিকেট একাদশ ৭ উইকেটের বিনিময়ে ৬৫ রান সংগ্রহ করে। ফলে সোনার বাংলা ক্রিকেট একাদশ ৯ রানে জয়লাভ করে। ১০ রান ও ৪ ইউকেট নিয়ে ম্যাচ সেরা হন হাসিব। খেলায় আম্পায়ার হিসেবে ছিলেন গড়াই স্পোর্টিং ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক চাঁদ আলী এবং আমলাপাড়া স্পোর্টিং ক্লাব’র ক্রীড়া সম্পাদক তুষার পাল। উল্লেখ্য, টুর্ণামেন্টে প্রতিদিন ২টি করে খেলা অনুষ্ঠিত হবে।

Print Date & Time : 5 July 2025 Saturday 12:04 am