Print Date & Time : 13 September 2025 Saturday 11:52 pm

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোটারী ক্লাবের শীতবস্ত্র বিতরণ

রোটারি ক্লাব অব কুষ্টিয়ার উদ্যোগে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নবজাতক শিশু ও মায়েদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল সকালে হাসপাতালে এসব রোগীদের মাঝে এসব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রোটারী ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট আবু হাসান লিটন।

এসময় তিনি বলেন, আর্ত-মানবতার সেবায় রোটারি ক্লাব অব কুষ্টিয়া সব সময় মানুষেল কল্যঅরেণ কাজ করে। ক্লাবের সদস্যরা এই কুষ্টিয়া জেলায় মানবিক কর্মকান্ডে সবার চেয়ে অগ্রণী ভুমিকা পালন করে। আর্তমানবতার সেবায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলৌ জানান তিনি।

শীতবস্ত্র বিতরণকালে এ সময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট গভর্নর মোঃ ওবাইদুর রহমান, মোসাদ্দেকত আরী মনি, মিঠু হোসেন, প্রেসিডেন্ট নমিনি (২০২৪-২৫) কেএম রুয়াইম রাব্বি, সেক্রেটারি তুষার বাবু রতন, রোটার‍্যাক্ট ক্লাব অব কুষ্টিয়ার সভাপতি আশরাফুল হক আহাদ প্রমুখ।

খালিদ সাইফুল / দৈনিক দেশতথ্য / ৩১ ডিসেম্বর ২০২২