স্টাফ রিপোর্টার : রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার তারাগঞ্জ ঠাকুরপাড়া গ্রামে ফেসবুকে মিথ্যা ধর্ম অবমাননার অজুহাতে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা, লুটপাট, অগ্নি সংযোগ, হত্যাযজ্ঞের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগ। গতকাল জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেব-উন-নিসা সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ঐ্যাড. শিলা বসু, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজমা রহমান মিনু, প্রচার সম্পাদক শিউলী রহামন, জেলা যুব মহিলা আওয়ামীলীগের আহবায়ক এম সম্পা মাহাম্মুদ, সদর থানা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেহেনা খাতুন, জিয়ারখী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি নিলুফা ইয়াসমিন চায়না, সুলতানা করিম, হামিদা খাতুন, আমেনা খাতুন, মনোয়ারা খাতুন, শিমা খাতুন, আম্বীয়া খাতুনসহ জেলা-উপজেলা ও বিভিন্ন ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Discussion about this post