নিজস্ব প্রতিবেদক ॥ আগামী ০৮ ডিসেম্বর, ২০২১ তারিখ হতে ১৯ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ পরীক্ষা ২০২১ (খুলনা বিভাগের জেলা ভিত্তিক) এর শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) খুলনা এবং ৩এপিবিএন, শিরোমনি, খুলনার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। উক্ত শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে মোতায়েনকৃত কুষ্টিয়া জেলার অফিসার ও ফোর্সগণকে গতকাল ০৭ ডিসেম্বর, ২০২১ তারিখ কুষ্টিয়া পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে ব্রিফিং প্রদান করা হয়। উক্ত ব্রিফিং অনুষ্ঠানে জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), জনাব মোঃ শহীদুজ্জামান(আরওআই), রির্জাভ অফিস, কুষ্টিয়া, আরআই, কুষ্টিয়াসহ নিয়োগ কমিটির অফিসার ও ফোসগণ।

Print Date & Time : 8 July 2025 Tuesday 10:02 am