নিজস্ব প্রতিবেদক : ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে ১ম দিনে প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত ও কাগজপত্র যাচাইকরণ ২য় দিনে ২০০ মিটার দৌড়, পুশ-আপ, হাই জাম্প এবং লং জাম্পে উর্ত্তীন প্রার্থীগন ৩য় দিনে অনুষ্ঠিত ইভেন্টে অংশ গ্রহনের জন্য যোগ্য বিবেচিত এবং ৩য় দিনের ইভেন্টে পুরুষ প্রার্থীদের ০৬ মিনিট ৩০ সেকেন্ড ১৬০০ মিটার এবং নারী প্রার্থীদের ০৬ মিনিটে ১০০০ মিটার দুরুত্ব অতিক্রম করা প্রার্থীগণ ৬ষ্ঠ ইভেন্টে অংশ গ্রহণের যোগ্য বিবেচিত হয় এবং ৬ষ্ঠ ইভেন্টে পুরুষ প্রার্থীদের ১৫০ পাউন্ড ওজনের এবং নারী প্রার্থীদের ১১০ পাউন্ড ওজনের টায়ার টেনে ২০ ফুট দুরুত্ব অতিক্রম করা প্রার্থীগণ ৭ম ইভেন্টে অংশ গ্রহনের যোগ্য বিবেচিত হয় এবং পুরুষ প্রার্থীগণ নির্ধারিত সময়ে ১২ ফিট এবং নারী প্রার্থীদের ৮ ফিট রোপ উর্ত্তীন প্রার্থীগণ লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হওয়ায় অদ্য ০৫/১১/২০২১ খ্রিঃ তারিখ পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ, কুষ্টিয়ায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ৪র্থ দিনে কুষ্টিয়া জেলার নিয়োগ বোর্ডের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া ও নিয়োগ বোর্ডের সদস্য হিসাবে উপস্থিত ছিলেণ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)যশোর জেলা এবং জনাব মোঃ মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কোর্টচাঁদপুর সার্কেল)ঝিনাইদহ জেলা। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল হান্নান,পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স এবং জনাব এ কেএম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার( রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স)বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা এবং আরোআই, রির্জাভ অফিস, কুষ্টিয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ।
পুলিশ সুপার মহোদয়, লিখিত পরীক্ষায় অংশ গ্রহণকারী প্রার্থীদের আগামী ১৪/১১/২০২১ খ্রিঃ তারিখ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ড কুষ্টিয় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান। ৪র্থ দিনের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ায় পুলিশ সুপার মহোদয় নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

Discussion about this post