নিজস্ব প্রতিবেদক ॥ ভারতের রাজশাহীস্থ সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি বলেছেন ভারত বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক অংশীদারিত্বের ও দীর্ঘ পরিক্ষীত। দীর্ঘ ঘনিষ্ঠতা বিনিময়ের পরেই এ সর্ম্পক গড়ে উঠেছে। তাই এ সর্ম্পক নষ্ট হবার নয়। সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া পৌরসভার অডিটোরিয়ামে ভারত সরকারের উপহার হিসেবে দেড় কোটি টাকা মূল্যের অত্যাধুনিক এ্যাম্বুলেন্স কুষ্টিয়া পৌরসভাকে প্রদানের এক অনুষ্ঠানে সঞ্জীব ভাটি এ কথা বলেন। তিনি বলেন সর্ম্পকের সুষম উন্নয়নে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের সাথে সবথেকে বেশী সর্ম্পযুক্ত রয়েছে ভারত। এ সর্ম্পক আরো দীর্ঘস্থায়ী গতিশীল করতে ভারত বেছে নিয়ে অংশীদারিত্বের পন্থা। এ ব্যাপারে ভারত সর্বদায় প্রতিশ্র“তিবদ্ধ। তিনি বলেন আসছে দিনগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্কের মূল বিষয় এখন জনগণের মধ্যে সংযুক্তি, বাণিজ্য, ব্যবসা ও যোগাযোগে মনোনিবেশ করা দরকার, যা উভয় পক্ষের জন্য পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরএম সেলিম শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সমাজ সেবক অজয় সুরেকাসহ পৌর পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। লাইফ সাপোর্ট সম্বলিত এই এ্যাম্বুলেন্সে রয়েছে প্রয়োজনীয় সরঞ্জামের সমন্বয়ে অত্যাধুনিক সুযোগ সুবিধা। রোগীদের মানসম্পন্ন জরুরী সেবা এবং ট্রমা লাইফ সাপোর্ট ও প্রাথমিক চিকিৎসায় ব্যবহার করা যাবে এ্যাম্বুলেন্সটি।

Discussion about this post