Print Date & Time : 8 July 2025 Tuesday 2:01 pm

কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের সদস্যদের অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপের ৫জন মালিক বৈশ্বিক করোনায় মৃত্যুবরন করায় গ্রুপের মৃত্যুকালীন আর্থিক অনুদানের চেক গতকাল মঙ্গলবার মালিকদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এউপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় মজমপুরস্থ গ্রপের কার্যালয়ে। কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালিক গ্রুপের সাধারন সম্পাদক এস,এম রেজাউল ইসলাম বাবলু, গ্রুপের যুগ্ম সম্পাদক এমদাদুল হক নান্টু, নির্বাহী সদস্য আ্য়ুব আলী ও আতিয়ার রহমান। এসময় কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আসগর আলী বলেন, বৈশ্বিক করোনায় আমরা গ্রুপের ৫জন মালিককে হারিয়েছি। আজ তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি সেই সাথে গ্রুপের পক্ষ থেকে তাদের পরিবারের হাতে এই অনুদানের চেক তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি বলেন, গ্রুপের এই অনুদান পেয়ে সদস্যদের পরিবারের অনেক উপকারে আসবে। তিনি বলেন, গ্রুপের সদস্যরা হলেন গ্রুপের প্রান, তাদের কল্যাণে সব সময় আমরা কাজ করে যাচ্ছি আগামীতে এই ধরনের কাজ অব্যাহত থাকবে। পরে তিনি মৃত্যুবরনকারী মালিকদের প্রত্যেক পরিবারের সদস্যদের হাতে অনুদানের ৩লক্ষ টাকার চেক তুলে দেন।