জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা স্যোশাল এইড এর উদ্যোগে, জার্মান অর্গানাইজেশন লাইফ’র অর্থায়নে রোটারী ক্লাব অব কুষ্টিয়ার বাস্তবায়নে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ মার্চ) সকালে কুমারখালী উপজেলার ৩৫ নং ছেউড়িয়া-জয়নাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে এক অনুষ্ঠানে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল।
এসময় তিনি বলেন, শিশুদের উন্নত জীবনের জন্য শিক্ষার আলো পৌছে দিতে হবে। তিনি বলেন, মানুষের পরম ধর্ম মানবসেবা। আর সেই জন্য রোটারীয়ানদের মানব প্রেমী হয়ে সমাজের অসহায় ও দু:স্থদের জন্য কাজ করাই রোটারীয়ানদের প্রধান দায়িত্ব। আর্তমানবতা সেবায় নিয়োজিত থেকে রোটারীয়ানরা কাজ করে যাচ্ছে তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রোটারি ক্লাব শুধু কুষ্টিয়া নয়, ইন্টারন্যাশনাল ক্লাব হিসেবে স্বীকৃত যা সারা বিশ্বের জনপ্রিয় সংগঠন। পোলিও মুক্ত বাংলাদেশ গড়তে রোটারী ক্লাব অব ইন্টারন্যাশনাল এর গুরুত্ব অপরিসীম। আজকে এই বিদ্যালয়ের তিনশো শিক্ষার্থীদের জন্য শিক্ষাউপকরণ বিতরণ সত্যি শিক্ষার্থীদের অনেক উপকারে লাগবে। পাশাপাশি তাদের মানবিক হয়ে উঠতে ভুমিকা পালন করবে বলেও জানান তিনি।
স্যোশাল এইড কুষ্টিয়া জেলার প্রকল্প সমন্বয়ক, জ্যোতি ডেভেলপমেন্টের নির্বাহী প্রধান ও রোটারি ক্লাব অব কুষ্টিয়ার ভাইস প্রেসিডেন্ট (একেএস) সৈয়দা হাবিবার
সভাপতিত্বে এবং স্যোশাল এইড এর নির্বাহী পরিচালক ইঞ্জি: বাবুল আকতার এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব কুষ্টিয়ার সেক্রেটারি তুষার রতন, রোট্যারেক্ট এম মারিস, চাঁপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল হক মনজু, ছেঁউড়িয়া জয়নাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি সুফি সাজেদুল ইসলাম ডালিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কানন চৌধুরী, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি শাহাবুর রহমান, ইউপি সদস্য মোঃ রিপন মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও রোট্যারেক্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
রোটারি ক্লাব অব কুষ্টিয়ার ভাইস প্রেসিডেন্ট (একেএস) সৈয়দা হাবিবা জানান, আমরা যদি ভালো কিছু করতে চাই, মানুষের জন্যে কল্যাণকর কিছু করতে চাই, তাহলে রোটারী হচ্ছে একটি উপযুক্ত প্লাটফর্ম। সমাজের অসহায় দু:স্থদের চিকিৎসা সেবা প্রদান, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা-উপকরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, খাদ্যসামগ্রী বিতরণ, বৃক্ষরোপনসহ আর্তমানবতার সেবায় কাজ করতে আমরা রোটারী ক্লাব অব কুষ্টিয়া নিরলভাবে কাজ করে চলেছি। যার ফলশ্রুতিতে আজকের এই শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক হিসেবে তিনশ শিক্ষার্থীদের জন্য প্রত্যেককে স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, স্কেল, রাবারসহ অন্যান্য উপকরণ তাদের হাতে তুলে দিতে পেরেছি।
এছাড়াও কুষ্টিয়া সদর উপজেলার পৌর এলাকার ৬ নং পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা সহায়ক বিতরণ করা হয়।
খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,২০ মার্চ ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post