সচেতন নাগরিক কমিটি (সনাক), কুষ্টিয়া এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব্রু রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।
কর্মসূচীর অংশ হিসেবে ১৫ আগস্ট সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক), কুষ্টিয়া এর সদস্যবৃন্দ জেলা কালেক্টরেট চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব্রু রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক), কুষ্টিয়া এর সভাপতি মোঃ রফিকুল আলম টুকু, সহ-সভাপতি মিজানুর রহমান লাকী, খোন্দকার আমানুল্লাহ, তারিকুল হক তারিক, শাহাজাহান আলী, মীর ছানোয়ার হোসেন, সুভাশীষ সাহা খোকন, তারিক ইবনে আমিন লিংকন, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো: রায়হানুল ইসলামসহ ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও এ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর সদস্যবৃন্দ।
এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহনে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং আলোচনা সভা চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৫ আগস্ট ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post